‘৭ মাসের মধ্যেই বিজেপিতে ফিরবেন নূপুর শর্মা’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৫:৫৩ পিএম

নূপুর শর্মা। ছবি- সংগৃহীত

নূপুর শর্মা। ছবি- সংগৃহীত

মহানবি (সা.)কে নিয়ে কটূক্তি করা বিজেপি সরকারের বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মা আগামী সাত মাসের মধ্যেই বিজেপিতে ফিরবেন বলে মন্তব্য করেছেন ভারত মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান নেতা আসাদউদ্দিন ওয়াইসির।

গতকাল শনিবার (১৮ মে) ভারতের হায়দরাবাদে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদউদ্দিন ওয়াইসির আরও বলেন, এতকিছুর পরেও নূপুর দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী হতে পারেন। কারণ, যারা সংখ্যালঘুদের আক্রমণ করে কথা বলেন, পরবর্তীতে তাদেরই বড় পদে নিয়ে আসে বিজেপি।

তিনি বলেন, নূপুরের বিতর্কিত মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী মোদি একটি শব্দও খরচ করেননি। যারা এর কটূক্তির প্রতিবাদ করেছে উল্টো তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী এবং দিল্লি পুলিশকে নূপুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, মহানবি (সা.)-কে নিয়ে নূপুরের বিতর্কিত মন্তব্যের পর ভারতসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। ইরান, কাতার, সৌদি, আমিরাত, আমেরিকাসহ অনেক দেশ প্রতিবাদ জানায়। এরপর ওই নেত্রীর বিরুদ্ধে মুম্বাইসহ ভারতের অনেক জায়গায় মামলা হয়। নূপুরকে গ্রেপ্তারের দাবি আরও জোরালো হয়। কিন্তু হঠাৎ করেই নূপুরের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে জিজ্ঞাসাবাদ করতে গত পাঁচ দিন ধরে খুঁজছে মুম্বাই পুলিশ।

এমন অবস্থায় নূপুরকে আগামী ২৫ জুন সকালে হাজির হতে নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh