কুয়েতে গ্রেপ্তার ১৮ প্রবাসী জুয়াড়ি নির্বাসনে, নিষেধাজ্ঞা

আবু বক্কর সিদ্দীক পাভেল, কুয়েত থেকে

প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৬:৫০ পিএম | আপডেট: ১৯ জুন ২০২২, ০৬:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুয়েতে জুয়া খেলায় ধরা পড়া ১৮ জন প্রবাসীকে নির্বাসনে পাঠানো হয়েছে এবং পুনরায় এদেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (১৯ জুন) একটি স্থানীয় আরবি দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, জুয়া খেলার হৈ-হুল্লোড়ে বিরক্ত হয়ে রাতে কিছু প্রতিবেশী পুলিশে খবর দিলে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ১৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছিল।

পুলিশি তদন্তে জানা গেছে যে গ্রেপ্তারকৃত প্রবাসীরা বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যায় একটি অ্যাপার্টমেন্টে যেতেন যেখানে তারা সারা রাত জুয়া খেলাসহ মদ্যপান করে থাকেন। তবে গ্রেপ্তার ১৮ জন প্রবাসী কোন দেশের সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

এসময় জুয়াড়িদের কাছ থেকে দেড় শতাধিক দিনার ও তাসের প্যাকেট জব্দ করেছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh