স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৭:৫৫ পিএম

দাবানল নেভাবে নানা ব্যবস্থা নিয়েছেন দমকলকর্মীরা। ফাইল ছবি

দাবানল নেভাবে নানা ব্যবস্থা নিয়েছেন দমকলকর্মীরা। ফাইল ছবি

প্রচণ্ড গরমে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চল। এখন পর্যন্ত ২০ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ, যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। খবর ডয়েচ ভেলে ও ইউরো নিউজ'র।

খবরে বলা হয়, দাবানলে এখন পর্যন্ত পুড়ে ছাই ২০ হাজার হেক্টরেরও বেশি বনাঞ্চল। এরই মধ্যে দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ। দাবানলের কারণে স্পেনের ১৩টি গ্রামের প্রায় ১৭০০ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

তবে শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহার করলেও হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা।

আগুন নেভাতে সেনাবাহিনীও কাজ শুরু করেছে। এ অবস্থায় একমাত্র বৃষ্টিই আগুন নেভাতে শেষ ভরসা বলে মনে করছেন অনেকে।

গ্রীষ্মকাল শুরুর আগেই স্পেনের তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। চলমান এ পরিস্থিতিতে মাদ্রিদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডু ফোম থিম পার্কটির কাছাকাছি আগুন চলে আসায় দুর্ঘটনা এড়াতে পার্ক খালি করেছে কর্তৃপক্ষ।

এর আগে গেল ৮ জুন রাতে হঠাৎ আন্দালুসিয়া উপকূলের পর্যটন স্পট কস্তা ডেল সোলের ঠিক ওপরে অবস্থিত সিয়েরা বারমেজার পুজেরা পাহাড়ের ঢালে আগুনের সূত্রপাত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh