৫১ বছর পর বই ফেরত দিয়ে বললেন, ‘সামান্য দেরির জন্য দুঃখিত’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৮:১৮ পিএম | আপডেট: ১৯ জুন ২০২২, ০৮:৫৫ পিএম

চিরকুটে লেখা রয়েছে―৫১ বছর। ছবি- সংগৃহীত

চিরকুটে লেখা রয়েছে―৫১ বছর। ছবি- সংগৃহীত

গ্রন্থাগার থেকে বই ধার নেওয়ার ৫১ বছর পর সেটি ফেরত দিয়েছেন এক ব্যক্তি। সেই সাথে ছোট্ট একটি চিরকুটও দিয়েছেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, চিরকুটে লেখা রয়েছে―৫১ বছর। সামান্য দেরির জন্য দুঃখিত।

ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যানকুভারে। সাউথ হিল পাবলিক লাইব্রেরি থেকে 'দ্য টেলিস্কোপ' নামক বই ধার নিয়েছিলেন এক ব্যক্তি। বইটির লেখক হ্যারি এডওয়ার্ড নেইল। সেই বই ইস্যু করা হয়েছিল ১৯৭১ সালের ২০ এপ্রিল।

৫১ বছর পর ডাকযোগে বইটি সাউথ হিল পাবলিক লাইব্রেরিতে ফেরত পাঠানো হয়েছে। অবশ্য বইটি কে নিয়েছিলেন, এত বছর পর কী মনে করে ফেরত দিলেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

ডাকযোগে বইটি ফেরত আসার পর চিরকুটের ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছে পাঠাগার কর্তৃপক্ষ। এরপর সেই পোস্ট ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সূত্র : এনডিটিভি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh