এজিয়ান সাগর থেকে শতাধিক অভিবাসী উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২২, ০৫:০১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

এজিয়ান সাগরের মাইকোনোস দ্বীপ থেকে শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও চারজন নিখোঁজ রয়েছে। 

গতকাল রবিবার (১৯ জুন) গ্রিসের কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।

কোস্টগার্ড বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তুরস্ক থেকে একটি জাহাজ আসছিল। জাহাজটি বিপদ বার্তা পাঠানোর পর বন্দর পুলিশ তিনটি নৌকা ও একটি টাগ বোট পাঠায়। জাহাজ থেকে ১১০৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং চারজন নিখোঁজ রয়েছে।

উদ্ধারকৃতদের কাছ থেকে পরস্পরবিরোধী তথ্যের কারণে জাহাজে ঠিক কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিবাসন মন্ত্রী নোটিস মিতারাচি প্রথমে টুইটে জানিয়েছিলেন, আট অভিবাসী নিখোঁজ এবং ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে।

মে মাসে গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা এজিয়ান সাগর পাড়ি দিয়ে প্রতিবেশী তুরস্ক থেকে একদিনে প্রায় ৬০০ অভিবাসীকে আঞ্চলিক জলসীমায় প্রবেশ করতে বাধা দিয়েছে। চলতি বছরে অভিবাসী প্রবেশ চেষ্টায় এটাই ছিল সবচেয়ে বড় বাধা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh