খাগড়াছড়ির দীঘিনালায় হাজারের বেশি পরিবার পানিবন্দি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২২, ০৮:৪২ এএম

খাগড়াছড়ির দীঘিনালা থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালা থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে দীঘিনালার মেরুং ও কবাখালী ইউনিয়নের ২০ গ্রামের এক হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। 

গতকাল সোমবার (২০ জুন) সকাল থেকে টানা বর্ষণ বন্ধ হলেও গতরাতের ভারি বর্ষণে মাইনী নদীর উজানের ঢলে গ্রামগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালা-লংগদু সড়কের বিভিন্ন সেতু ও পয়েন্ট ডুবে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ রয়েছে। মেরুং বাজারসহ আশপাশের বিভিন্ন হাটবাজারে পানি ঢুকে পড়ায় হাটবাজারও বন্ধ রয়েছে।

জানা গেছে, দীঘিনালা সেনা জোন পানিবন্দি পরিবারের পাশে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও পানিবন্দি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।

এদিকে, বৃষ্টিপাত না থাকায় চেঙ্গী নদীর নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh