১২ বছর পর অজিদের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২২, ০৮:৪৭ এএম

জয়ের পর শ্রীলঙ্কা দলের উল্লাস। ছবি: এপি

জয়ের পর শ্রীলঙ্কা দলের উল্লাস। ছবি: এপি

শেষ ওভারের রোমাঞ্চে ১২ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা। ২০১০ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সংস্করণে সিরিজ জিতল তারা।

গতকাল মঙ্গলবার (২১ জুন) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডেতে মাত্র চার রানের বিনিময়ে জিতেছে শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করলো স্বাগতিকরা। 

স্পিন সহায়ক উইকেটে ব্যাটিং বিপর্যয়ে পড়া লঙ্কানদের জয়ের নায়ক চারিথ আসালাঙ্কা। পাঁচে নেমে ১১০ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন তিনি।

রান তাড়ায় অস্ট্রেলিয়াকে প্রায় একাই টানেন ওয়ার্নার। ১২ চারে ৯৯ রান করা ওয়ার্নারের বিদায়ের পর লড়াই করেন প্যাট কামিন্স। তার ৩৫ রানের ইনিংসের ওপর ভর করে ম্যাচ শেষ ওভারে গড়ায়।

শেষ ওভারে শানাকার দ্বিতীয় বলেই চার মারেন কামিন্স। পরের তিন বলে দুই চারের সাথে একটি ডাবল নিয়ে আশা জাগান জয়ের। কিন্তু শেষ বলে আর পাঁচ রানের সমীকরণ মেলাতে পারেননি তিনি। ২৫৪ রানে থেমে যায় অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৯ ওভারে ২৫৮ (ডিকভেলা ১, নিসানকা ১৩, মেন্ডিস ১৪, ধনাঞ্জয়া ৬০, আসালাঙ্কা ১১০, শানাকা ৪, ওয়াল্লালাগে ১৯, করুনারত্নে ৭, হাসারাঙ্গা ২১*, ভ্যান্ডারসে ০, থিকশানা ০; হেইজেলউড ১০-০-৪৫-০, ম্যাক্সওয়েল ৮-০-৪৯-১, কুনেমান ৮-০-৫৬-২, কামিন্স ৯-১-৩৭-২, মার্শ ৭-১-২৯-২, গ্রিন ৫-০-২৭-০, লাবুশেন ২-০-১৩-০)

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৫৪ (ওয়ার্নার ৯৯, ফিঞ্চ ০, মার্শ ২৬, লাবুশেন ১৪, কেয়ারি ১৯, হেড ২৭, ম্যাক্সওয়েল ১, গ্রিন ১৩, কামিন্স ৩৫, কুনেমান ১৫, হেইজেলউড ০*; করুনারত্নে ৫-১-১৯-২, থিকশানা ১০-১-৪০-১, হাসারাঙ্গা ১০-০-৫২-১, ওয়াল্লালাগে ৫-০-২৯-১, ধনাঞ্জয়া ১০-০-৩৯-২, ভ্যান্ডারসে ৭-০-৪০-২, আসালাঙ্কা ১-০-৭-০, শানাকা ২-০-২৭-১)

ফল: শ্রীলঙ্কা ৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: চারিথ আসালাঙ্কা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh