বানভাসিদের পাশে রিয়াজ, নিপুণ ও সাইমন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২২, ০৬:১১ পিএম | আপডেট: ২২ জুন ২০২২, ০৬:১২ পিএম

শিল্পী সমিতির পক্ষে ত্রাণ বিতরণ করছেন সাইমন ও নিপুণ। ছবি: সংগৃহীত

শিল্পী সমিতির পক্ষে ত্রাণ বিতরণ করছেন সাইমন ও নিপুণ। ছবি: সংগৃহীত

এবার সিলেটে বানভাসি মানুষের জন্য ত্রাণ নিয়ে গেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির রিয়াজ, নিপুণ, সাইমন ও জেসমিন। বুধবার (২২ জুন) সকালে সিলেটে পৌঁছান তারা।

সিলেটের গোয়াইনঘাট, লক্ষ্মীনগর, মেওয়ার কান্তি এলাকার আড়াই হাজার পরিবারের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন তারা। এছাড়া দিচ্ছেন নগদ সহায়তা।

এ বিষয়ে নিপুণ বলেন, ‘সিলেটবাসীদের এই বিপদে আমাদের মনে হয়েছে তাদের পাশে থাকা জরুরি। শিল্পী সমিতির পক্ষ থেকে আড়াই হাজার পরিবারকে আমরা ত্রাণ ও নগদ টাকা দেব। পাশাপাশি সবাইকে আহ্বান জানাব, আপনারাও আসুন, তাদের পাশে থাকুন। আমরা সবাই মিলে তাদের সহযোগিতা করলে এই দুর্যোগ কেটে যাবে।’

শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, ‘এমন বিপর্যয়ে সবাই মিলে বানভাসিদের পাশে দাঁড়ানো উচিত। আমরা এসেছি শুকনো খাবার ও পানি নিয়ে। কিছু জায়গায় নগদ টাকাও দেওয়া হচ্ছে। আশা করি আরও অনেকেই বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসবে।’

এর আগে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন। অভিনেতা ডিপজল বন্যার্তদের জন্য খাবার পাঠিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh