মালয়েশিয়ায় সাজা মওকুফ হওয়া ৩ বাংলাদেশি দেশে ফিরলেন

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৯:৪৬ এএম

ছবিতে, অর্ণব রাসেল (৩২), নুরুল ইসলাম (৩৬) ও খলিল মিয়া (৪৫)। ছবি: সংগৃহীত

ছবিতে, অর্ণব রাসেল (৩২), নুরুল ইসলাম (৩৬) ও খলিল মিয়া (৪৫)। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সাজা মওকুফ হওয়া তিন বাংলাদেশি গতকাল বুধবার (২২ জুন) বাংলাদেশে ফিরেছেন। দেশটির কারাগারে সবার সাথে ভালো ব্যবহার করায় মালয়েশিয়ার রাজা তাদের সাজা মওকুফ করেন।

বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহায়তায় গতকাল বুধবার ইউএস-বাংলার একটি ফ্লাইটে ওই তিন বাংলাদেশি দেশে ফিরেছেন।

উল্লেখ্য, দেশীয় অস্ত্র বহন, মানবপাচার ব্যবসার সাথে জড়িত প্রমাণিত হওয়ায় ও আরেক প্রতারণার মামলায় তাদের পাঁচ থেকে সাত বছরের জেল হয়েছিল। তবে দুবছর সাজাভোগ করার পরই তারা মুক্তি পান। 

সাজা মওকুফ পাওয়া ব্যক্তিরা হলেন- পিরোজপুরের অর্ণব রাসেল (৩২), ময়মনসিংহের নুরুল ইসলাম (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়ার খলিল মিয়া (৪৫)। গত ২১ জুন ছিল তাদের সাজা মওকুফ সংক্রান্ত আদেশ কার্যকরের শেষ তারিখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh