দেড় বছরের সাজার ভয়ে পালিয়ে বেড়ালেন ৯ বছর

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২২, ১০:২৬ এএম | আপডেট: ২৩ জুন ২০২২, ১০:৩১ এএম

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সিরাজ আলী (৪৫)। ছবি: সংগৃহীত

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সিরাজ আলী (৪৫)। ছবি: সংগৃহীত

দেড় বছরের সাজার হাত থেকে বাঁচতে একটানা ৯ বছর পালিয়ে ছিলেন ৪৫ বছর বয়সী সিরাজ আলী। অবশেষে গত মঙ্গলবার (২১ জুন) রাতে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। এরপর গতকাল বুধবার (২২ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ময়মনসিংহের ফুলপুরের এই বাসিন্দা ২০১৩ সালে মাদক মামলায় দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। 

সিরাজ আলী উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চংপলাশিয়া গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গত মঙ্গলবার রাতে সিরাজ আলীকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর গতকাল বুধবার বিকেলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, সিরাজ আলীকে ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি মাদক মামলায় দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh