উপল বড়ুয়ার দুটি কবিতা

উপল বড়ুয়া

প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৩:৫৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আকুতি 

যতটুকু তোমার গেছে, ততটুকু গেছে আমারও
তবুও ফিরে আসো দাঁতের কাছে, কামড়ের কাছে
পুরনো বিকেলের ঘাটে, দুপুরের পাশে শুয়ে থাকো
বসে থাকো, ঝাপটে ধরো মাছরাঙা, সুবাসিত ফুল
তবুও ফিরে আসো খুব কাছাকাছি, কথার পাশাপাশি
যতটুকু আমাদের গেছে, ততটুকু কেন যেতে দেওয়া!

জুনের নিঃসঙ্গতা

পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি সে। নরম মাংসের ভেতর ধরে রাখে নির্মেদ এক কোমল হৃদয়। আমি তার চোখের ভাষা জানি। যেহেতু ব্যাধ জীবন আমার। ধনুক হাতে ঘুরি বন-জঙ্গল। আমি সেই সাহসী পাখিটিকে দেখি। দূষিত মানুষের ইঙ্গিত সত্ত্বেও যে তাকায় আকুল চোখে। আমি কীভাবে তার দিকে ছুড়ি তীর? তারচে’ বরং নিজের বুকে বসিয়ে দেয়া যাক এক গোপন ছোরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh