বিএনপি বঙ্গবন্ধুকে হত্যা করেছে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৫:০৩ পিএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগ বলে ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, আর বিএনপি বলে ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। স্লোগান বলে দেয় বিএনপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। তাদের বিচার জনতার আদালতে হবে।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিল আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু হবে না। কোনো ষড়যন্ত্র তা রুখতে পারেনি। তাদের সে কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। আগামী ২৫ জুনে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সারাদেশে আনন্দ শোভাযাত্রা হবে।

পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে হাতি ও নৌকা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, থানা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল হক কলম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh