আমন্ত্রণ পত্র গ্রহণ করলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৭:৪০ পিএম | আপডেট: ২৩ জুন ২০২২, ০৭:৪১ পিএম

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) ড. মুহাম্মদ ইউনূসের অফিস দাওয়াতপত্র গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন সেতু বিভাগের এক কর্মকর্তা। তবে ইউনূস সেন্টারের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সাড়ে তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো সম্পন্ন হয়েছে। এরমধ্যে আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিদেশি কূটনীতিক ও মুক্তিযোদ্ধা। তবে বিদেশি অতিথি কম থাকছে। বিদেশি অতিথিদের মধ্যে আছেন পদ্মা সেতু তৈরিতে যারা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন তারা।

প্রসঙ্গত, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh