ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৯:৩০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লায় ধর্ষণের পর হত্যার দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।  

আজ বৃহস্পতিবার (২৩ জুন) এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান। 

অভিযুক্তরা হলেন, কুমিল্লা আদর্শ সদরের বারপাড়া গ্রামের মো. রাসেল ও বারপাড়া এলাকার আরিফ হোসেন।

আইনজীবী নুরুল ইসলাম জানান, কুমিল্লা শহরতলী এলাকার বারোপাড়া মধ্যম কবরস্থান থেকে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ কুমিল্লার মুরাদনগরের মরিয়ম বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার তদন্ত শুরু করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এক পর্যায়ে তদন্ত করে রাসেল ও আরিফ নামের দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা মরিয়ম বেগমকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কুমিল্লায় এনে ধর্ষণের পর পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন আদালত। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh