অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৯:৫৪ এএম
প্রতীকী ছবি
রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা, নানা মত। এটাকে কেউ বিশ্বাস করেন, আবার কেউ বিশ্বাস করেন না। তবে রাশিফল নিয়ে কৌতূহল রয়েছে প্রায় সবারই।
আজ ২৪ জুন, শুক্রবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলুন জেনে নেয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেমন যাবে আপনার আজকের দিন।
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্নপূরণে সহায়ক হবে। দীর্ঘদিনের হারানো বন্ধুর সাক্ষাৎ পেতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
হাত বাড়ালেই সফলতাপ্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে। দূর থেকে আসা সংবাদ বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।
মিথুন (২১ মে-২০ জুন)
দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসায় মন আনন্দে নাচবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। দূর থেকে আসতে পারে কোনো অপ্রিয় সংবাদ। বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল ও আসবাবপত্র মেরামতে শ্রম-অর্থ দুটোই সমানতালে ব্যয় হবে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট)
শত্রু ও বিরোধীপক্ষের আক্রোশে প্রায় শেষ হওয়া কাজ আটকে যেতে পারে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালে শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁকবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। প্রেমিকযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃত পাবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য সম্পর্কিত দুশ্চিন্তার অবসান ঘটবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে। লটারি ফাটকা জুয়া রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দীর্ঘদিনের ভোগ্যব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বারগতিতে এগিয়ে চলবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
জীবনসাথী, শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন। সহকর্মী ও অংশীদারদের সাথে কলহবিবাদের মীমাংসা হবে। প্রেমিকযুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। বেগবান যান বর্জনীয়।