খাবার খেয়ে কোমায় কারিনা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২২, ১২:৪৫ পিএম

করিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম

করিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম

নিজের স্বাস্থ্য ও ফিগার নিয়ে বরাবরই ভীষণ সচেতন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। কিন্তু আচমকা খাবার খেয়ে কোমায় চলে গেলেন এই বলিউড নায়িকা। জ্যোতি হুদার হাতের রান্না খেয়ে ‘ফুড’ কোমায় রয়েছেন কারিনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা জানিয়েছেন।

করিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম

জ্যোতি হুদা হলেন পাতাললোক খ্যাত অভিনেতা জয়দীপ আ আহলাওয়াতের স্ত্রী। তার হাতের ‘কিলার কারি’ খেয়েই ফুড কোমায় রয়েছেন কারিনা। 

করিনা কাপুর খানের ইনস্টাগ্রাম আইডি থেকৈ নেওয়া ছবি।

এই বলি নায়িকা জ্যোতির হাতের রান্নার সাথে জয়দীপের দুর্দান্ত অভিনয়ের তুলনা করে নিজরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘ধন্যবাদ মিষ্টি জ্যোতি…। তরকারিটা জাস্ট মারাত্মক ছিল, ঠিক যেমন জয়দীপের অভিনয়।’ 

করিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম

ওই পোস্টে ‘ফুড’ কোমার ইমোজিও জুড়ে দেন করিনা। এদিকে, নিজের ইনস্টা স্টোরিতে করিনাকে ধন্যবাদ জানান জ্যোতি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh