আবুধাবি যাচ্ছেন মোদি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৪:১৯ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মহানবীকে (সা.) নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্যের পর একযোগে নিন্দায় মুখর হয়েছিল ইসলামিক দেশগুলো। তবে অন্যদের মতো বিবৃতি দিয়ে ঘটনাটির সামলোচনা করলেও ভারতীয় দূতকে ডেকে পাঠায়নি আবুধাবি। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শুক্রবার (২৪ জুন) আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ২৬ থেকে ২৮ জুনের সফরে মোদি প্রথমে জার্মানিতে জি-৭-এর বৈঠকে আমন্ত্রিত রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন। সেখান থেকে যাবেন আবুধাবি।

গত মাসে মৃত্যু হয় আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের। নতুন রাজা হন তার সৎভাই শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শেখ খলিফার মৃত্যুতে শোক জ্ঞাপন করতে এবং নতুন রাজাকে শুভেচ্ছা জানাতে বিদেশ সফরের শেষ দিন, অর্থাৎ ২৮ জুন, আবুধাবি যাবেন মোদি। সেই রাতেই তিনি দেশে ফিরবেন।

আবুধাবির সঙ্গে সম্প্রতি মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে ভারতের। তবু দ্বিপাক্ষিক সম্পর্কে যে সাম্প্রতিক ছায়া পড়েছে, তাকে কাটিয়ে ক্ষত মেরামত এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে মনে করছে কূটনৈতিক মহল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh