গরু পাচার মামলায় সিবিআইর ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদে দেবকে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৬:০৩ পিএম | আপডেট: ২৫ জুন ২০২২, ১০:০৪ এএম

টালিউড সুপারস্টার দেব (ছবি : সংগৃহীত)

টালিউড সুপারস্টার দেব (ছবি : সংগৃহীত)

পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক দেবকে গরু পাচার মামলায় তলব করেছিল সিবিআই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার ইডির সামনে হাজির হন দেব। তাকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গরু পাচার কাণ্ডের আর্থিক লেনদেনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। এবারই প্রথম ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন দেব।

এর আগে গরু পাচার মামলায় দেবকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তারপর দেব বলেছিলেন—আমি বেশি কিছু বলতে পারব না। একজন ব্যক্তিকে চিনি কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু অভিযুক্ত এনামুল হককে চিনি না। মনে হয় আমাকে আর ডাকবে না।

আরেকটি ভারতীয় সংবাদমাধ‌্যম জানিয়েছে, গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে নগদ কয়েক লাখ রুপি ও ঘড়িসহ বেশ কিছু উপহার নিয়েছেন দেব। এটি ২০১৭-১৮ সালের ঘটনা। এসব তথ‌্য সিবিআইকে জানায় এনামুল হক নিজেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh