কাল-কটাক্ষের অলক্ষে

টুম্পা ধর

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০১:১৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চৈত্রের খাঁ খাঁ রোদ উপেক্ষা করেই ঝুলে আছে আমাদের বয়স।
স্থূলতা ভর করা আলো- আমি ভুলে যাচ্ছি সংলাপের জাদু
নিষিদ্ধ ক্যারিক্যাচার কিংবা ঘুমের আবেশে-
গল্পের ছলাকলায় আমি আর নেই।

আজকাল রাত ভারী হয় বিভ্রান্ত পেঁচার চিৎকারে
বিষন্ন নদীর গা বেয়ে নেমে আসা পোড়া জ্যোৎস্নার গন্ধ লাগে নাকে।
এখানে সুন্দরের হাত ধরে হাঁটে না আর চতুর্থীর চাঁদ
রহস্যেরা সার্বজনীন; ব্যর্থ- ক্রমাগত মৃত মরিচীকা হয়ে 
খোঁজে প্রেম ধরার ফাঁদ। 
গোলাপী আদর, আর অবলুপ্ত ছায়ায় গাঢ় প্রণয়ের ভবিষ্যতে
এগিয়ে দিচ্ছে সঞ্চালিত কড়ি।
পিয়ানো বুকে ধরে বলছি, হে পরজীবি সমাজ-
মানুষ আর বাঁচে না, শুধু বাছে করবী-কোরকাঞ্জলী
আর আমি নেই মানে নেই, অকপট সমারোহে-স্বচ্ছ কাচের গ্লাসে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh