আ. লীগসহ ১২ টি দল ইভিএম যাচাই করবে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৯:২৮ এএম

ইভিএম মেশিন। ফাইল ছবি

ইভিএম মেশিন। ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে আজ মঙ্গলবার (২৮ জুন) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাইয়ের সভায় যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই দলের নেতৃত্ব দেবেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ মঙ্গলবার বেলা ৩টায় ইভিএম বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে সাংবিধানিক প্রতিষ্ঠান ইসি। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ইভিএম যাচাইয়ের সুযোগ দিতে এ সভা। তৃতীয় ধাপের এ সভায় ১৩টি রাজনৈতিক দল আমন্ত্রণ পেয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে দেশের নির্বাচন ব্যবস্থার দায়িত্বভার গ্রহণ করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে ইসি ধারাবাহিক সংলাপে বসে। তারই ধারাবাহিকতায় নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছে ইসি।

সংলাপে বসার আগে ইভিএম নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে ইসি। ইতোমধ্যে ১৩টি দলে ভাগ করে দুই দফায় আলোচনা সভা হয়েছে। আজ মঙ্গলবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পাশাপাশি আরো ১২টি দল এ মতবিনিময় সভায় অংশ নেবে। এর আগে দুই ধাপে ২৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নিয়েছে ১৮টি দল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh