ইউক্রেনে শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৩

ডেস্ক রিপোট

প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৯:৫৭ এএম

শপিং সেন্টারটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন জ্বলছে। ছবি : বিবিসি

শপিং সেন্টারটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন জ্বলছে। ছবি : বিবিসি

ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং সেন্টারে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সবশেষ পাওয়া খবরে বলা হয়, এ হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে । তবে হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশংকা করা হচ্ছে।

স্থানীয় সময় গতকাল সোমবার (২৭ জুন) বিকেল সাড়ে ৭টার দিকে অ্যামস্টোর নামের শপিং সেন্টারটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোাদামর জেলেনস্কি জানিয়েছেন, মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনাকীর্ণ শপিং মলে ওই হামলার সময় ভেতরে এক হাজারের বেশি মানুষ ছিল। বিপণীকেন্দ্রটিতে এখন ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে।

বিবিসির সংবাদদাতা ধারণা করছেন যে এটি হয়তো একটি ‘গাইডেড মিসাইল’ বা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার মতো ক্ষেপণাস্ত্র ছিল। শপিং সেন্টারটি রাশিয়া নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে।

জাতিসংঘের এক মুখপাত্র স্টেফান দুজারিচ বেসামরিক স্থাপনার ওপর এমন হামলার তীব্র নিন্দা করেছেন। পোলটাভা অঞ্চলের প্রশাসনের প্রধান কর্মকর্তা দিমিত্রো লুনিন এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন।

মধ্য ইউক্রেনে দনিপার নদীর তীরের এই শিল্পকারখানা সমৃদ্ধ শহরটিতে প্রায় দুই লাখ ২০ হাজার লোক বাস করে। এর আগেও শহরটির তেল শোধনাগার ও অন্যান্য স্থাপনার ওপর রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। -বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh