অভিজ্ঞতা ছাড়াই লোক নেবে এনসিসি ব্যাংক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২২, ১০:১১ এএম

এনসিসি ব্যাংক লিমিটেডের লোগো। ফাইল ছবি

এনসিসি ব্যাংক লিমিটেডের লোগো। ফাইল ছবি

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‌‘এনসিসি ব্যাংক লিমিটেড’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের জেনারেল ব্যাংকিং শাখায় লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : জুনিয়র অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : এমবিএ/এমবিএম/মাস্টার্স/বিএসসি (ইঞ্জিনিয়ারিং) বা যেকোনো বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

কমপক্ষে একটি প্রথম শ্রেণি থাকতে হবে। তবে একাডেমিক কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না।

আইটি সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। এক্সট্রা-কারিকুলামের সঙ্গে জড়িত থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুসারে  প্রার্থীর বয়সসীমা ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করলে ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন ও সুযোগ সুবিধা : প্রবেশন কালে মাসিক বেতন প্রদান করা হবে ৩৯৫০০ টাকা। এক বছর পরে বেতন প্রদান করা হবে ৪৪০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৫ জুলাই, ২০২২।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh