জর্ডানের বন্দরে বিষাক্ত গ্যাসের কন্টেইনার বিস্ফোরণে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২২, ১০:১৬ এএম | আপডেট: ২৮ জুন ২০২২, ১২:৩৫ পিএম

জর্ডানের বন্দরে ক্লোরিন গ্যাসের কন্টেইনারের বিস্ফোরণের সময় তোলা ছবি। ছবি: আল জাজিরা

জর্ডানের বন্দরে ক্লোরিন গ্যাসের কন্টেইনারের বিস্ফোরণের সময় তোলা ছবি। ছবি: আল জাজিরা

জর্ডানের লোহিত সাগর তীরবর্তী আকাবা বন্দরে বিষাক্ত ক্লোরিন গ্যাসের কন্টেইনারের বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন মারা গেছেন। এ ঘটনায় ২৫০ জনের বেশি মানুষ আহত হন। 

স্থানীয় সময় গতকাল সোমবার (২৭ জুন) বিকেলে ওই গ্যাসের কন্টেইনার একটি ত্রুটিপূর্ণ ক্রেন দিয়ে স্থানান্তর করার সময় কেন্টইনারটি ছিটকে নিচে পরে গেলে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ মঙ্গলবার (২৮ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জর্ডানের কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ক্লোরিন গ্যাসভর্তি ওই কন্টেইনারটি ক্রেনের মাধ্যমে ওপরের দিকে উঠানো হচ্ছে এবং তারপর হঠাৎ করে এটি জাহাজের ওপরে পড়ে এবং বিস্ফোরিত হয়।

এর পরপরই উজ্জ্বল হলুদ এই গ্যাসের বিপুল অংশ সেখানে ছড়িয়ে পড়তে দেখা যায় এবং এর ফলে ঘটনাস্থলে থাকা মানুষকে নিরাপত্তার জন্য দৌড়াতে দেখা যায়।

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাসায়নিক ছড়িয়ে পড়ার কারণে আহতদের মধ্যে ১৯৯ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ক্লোরিন হলো এমন একটি রাসায়নিক যা শিল্প-কারখানা এবং গৃহস্থালি পরিষ্কারের পণ্যগুলোতে ব্যবহৃত হয়। স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে এটি মূলত হলুদ-সবুজ একটি গ্যাস, তবে সংরক্ষণ ও অন্যস্থানে পরিবহনের জন্য এটিকে চাপ দিয়ে ঠাণ্ডা করা হয়।

এদিকে এই ঘটনার পর জর্ডানের প্রধানমন্ত্রী বিশার আল-খাসাওনেহ আকাবা বন্দরে যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন ফারায়াকে গ্যাস লিক ও এর কারণে হতাহতের ঘটনার তদন্ত তদারকি করার নির্দেশ দেন।

আকাবার বন্দরের ডেপুটি ডিরেক্টর টিভি চ্যানেল আলমামলাকাকে বলেছেন, জাহাজে ওঠানোর সময় কন্টেইনারটিকে বহনকারী একটি ‘লোহার দড়ি’ ছিঁড়ে যায় এবং এতে করে এটি নিচে পড়ে যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh