বেনাপোলে অস্ত্র উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৪:৩৪ পিএম

পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত অস্ত্র। ছবি: বেনাপোল প্রতিনিধি

পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত অস্ত্র। ছবি: বেনাপোল প্রতিনিধি

বেনাপোলের ঘিবা সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। 

আজ মঙ্গলবার (২৮ জুন) সকাল ১১ টার দিকে বিজিবির একটি অভিযানিক দল এগুলো উদ্ধার করে। এসময় কেউ আটক হয়নি। 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল আজ সকালে বেনাপোল পোর্ট থানার ৪ নং ঘিবা গ্রামে বাংলাদেশের অভ্যন্তরে মাস্টার বাড়ি নামক স্থানে একটি বাগানের ভেতরে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল (ইউএসএ), ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। যার বাজার মূল্য ১০১৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh