লালমনিরহাটে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৮:৩৮ পিএম

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।  

আজ মঙ্গলবার (২৮ জুন) সকালে ওই ইউনিয়নের শ্রুতিধর এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের একটি সড়ক নির্মাণ করছিলেন স্থানীয় ঠিকাদার এলাহী বকস। সেই সড়কের কাজের মান নিম্নমানের বলে অভিযোগ তুলে ঠিকাদারকে গ্রাম পুলিশ দিয়ে নিজ বাড়িতে ডেকে নেন ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন।

এরপর চার/পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। এ ঘটনায় ঠিকাদার এলাহী বকস বাদী হয়ে রবিবার (২৬ জুন) ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনের নামে কালীগঞ্জ থানায় চার/পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন।

থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে মঙ্গলবার (২৮ জুন) সকালে নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গেলাম রসুল বলেন, একটি চাঁদাবাজির মামলায় ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh