ইবির চার প্রশাসনিক পদে রদবদল

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২২, ০৭:২৭ পিএম | আপডেট: ২৯ জুন ২০২২, ১০:০২ পিএম

প্রশাসনিক পদে রদবদল হওয়া শিক্ষকরা। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রশাসনিক পদে রদবদল হওয়া শিক্ষকরা। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার প্রশাসনিক পদে রদবদল হয়েছে। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদেরকে প্রদত্ত দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে। 

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় পরিকল্পনা ও উন্নয়ন ডিভিশনের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়াও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে উপ-রেজিস্ট্রার ড. আমানুর রহমানকে, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে উপ-পরিচালক (অডিট) শেখ জাকির হোসেনকে এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে উপ-রেজিস্ট্রার (প্রশাসন-১) ড. নওয়াব আলীকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা যথাক্রমে আতাউল হক, ছিদ্দিক উল্যাহ এবং এইচ. এম. আলী হাসানের স্থলাভিষিক্ত হলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh