২৭০ টাকার ট্রেনের টিকিট ৬০০ টাকা!

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২২, ১০:৪৮ এএম

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়া আব্দুর রহমান (৩০)। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়া আব্দুর রহমান (৩০)। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে ২৭০ টাকার ট্রেনের টিকিট ৬০০ টাকায় বিক্রির সময় আব্দুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার (২ জুলাই) বিকালে চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

আটককৃত আব্দুর রহমান কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মো. ইউনুছ আলীর ছেলে। তার কাছ থেকে মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের চট্টগ্রাম থেকে ভৈরব বাজার পর্যন্ত পাঁচটি টিকিট উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম রেলস্টেশনের নিরাপত্তা বাহিনীর প্রধান ইন্সপেক্টর সালামত উল্লাহ সাম্প্রতিক দেশকালকে বলেন, ‘মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের চট্টগ্রাম থেকে ভৈরব বাজার পর্যন্ত একটি টিকিটের মূল্য ২৭০ টাকা। অথচ আটক হওয়া ব্যক্তি টিকিট প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা করে বিক্রির চেষ্টা করছিলেন। তাকে পাঁচটি টিকিটসহ হাতেনাতে আটক করে রেলওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে মামলা দেয়া হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh