গ্রামীণ টেলিকমের সমঝোতায় দুর্নীতি, আইনজীবীর ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২২, ০২:০৫ পিএম

হাইকোর্ট। ফাইল ছবি

হাইকোর্ট। ফাইল ছবি

ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকম বনাম গ্রামীণ কর্মচারী ইউনিয়নের মামলায় সমঝোতায় দুর্নীতির জেরে গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুতদের আইনজীবীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। 

আটক করা হয়েছে, ৩ শ্রমিক নেতাকে। শ্রমিকদের পাওনা আদায়ে নেতৃত্ব দিচ্ছিলেন তারা।

গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে গত ফেব্রুয়ারিতে হাইকোর্টে মামলা করে শ্রমিক-কর্মচারীরা। এছাড়া, দুটি রিট আবেদন এবং আদালত অবমাননার তিনটি অভিযোগ দায়ের করা হয়। তবে, বৃহস্পতিবার মামলার শুনানিতে গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুতদের আইনজীবী ইউসুফ আলীর ফি নিয়ে প্রশ্ন ওঠে। 

হাইকোর্ট বলেন, কোর্টকে ব্যবহার করে অনিয়ম যেনো না হয়ে থাকে। যদি সবকিছু আইন অনুযায়ী না হয় তবে বিষয়টি সিরিয়াসলি দেখা হবে। আমি চাইনা কোর্ট এবং আইনজীবীর সততা নিয়ে যেনো কোন প্রশ্ন না ওঠে। 

আদালত আরো বলেন, বাংলাদেশ কেন উপমহাদেশের এমন কোনো আইনজীবী জন্ম নেয়নি যার ফিস ১২ কোটি টাকা হবে। 

প্রসঙ্গত গ্রামীণ টেলিকমের এ মামলায় ৪৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ সংশ্লিষ্ট ফান্ডে দেয়া হয়েছে। আদালত বলেন এতগুলো টাকা কি কারণে প্রদান করেছেন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা লিখিতভাবে দাখিল করবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh