দুই উড়োজাহাজের সংঘর্ষ, ডানা ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ১২:৫৩ এএম

উড়োজাহাজের ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি- সংগৃহীত

উড়োজাহাজের ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি- সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গারে দুটি উড়োজাহাজের মধ্যে সংর্ঘষ হয়েছে। এতে উড়োজাহাজের ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ রবিবার (৩ জুলাই) রাতে বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইন ও বোয়িং ৭৩৭ উড়োজাহাজের সঙ্গে এ সংঘর্ষ ঘটে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমান সূত্র জানায়, রবিবার (৩ জুলাই) সিঙ্গাপুর থেকে আসে বিমানের ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ। যাত্রী নামিয়ে রাত ৯টার দিকে উড়োজাহাজটি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারে নেওয়া হয়। সে সময় আগে থেকেই হ্যাঙ্গারে একটি ৭৩৭ উড়োজাহাজ ছিল। ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ভেতরে প্রবেশ করানোর সময় ৭৩৭ উড়োজাহাজের ডানায় আঘাত লাগে। এতে ৭৮৭ উড়োজাহাজের ডান পাশের ডানা এবং ৭৩৭ উড়োজাহাজের বাম পাশের ডানা ক্ষতিগ্রস্ত হয়।

বিমানের  মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, দুর্ঘটনার কারণ, ক্ষতির পরিমান তদন্ত হওয়ার পর জানা যাবে।

এ বিষয়ে জানতে বিমানের চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এ আর এম কায়সার জামানকে টেলিফোন করলেও সাড়া পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh