১২৫ প্রতিষ্ঠান পাচ্ছে আড়াই লাখ টন চাল আমদানির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ০৯:৪৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বেসরকারি পর্যায়ে ১২৫ প্রতিষ্ঠানকে দুই লাখ ৪৬ হাজার টন নন-বাসমতি সিদ্ধ আতপ চাল আমদানির জন্য অনুমতি দেওয়া হচ্ছে। এরমধ্যে নন-বাসমতি সিদ্ধ চাল দুই লাখ হাজার টন এবং ৪২ হাজার টন আতপ চাল।

আজ সোমবার ( জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের বৈদেশিক সংগ্রহ শাখা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত চিঠি থেকে এতথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, নিন্মোক্ত ব্যক্তি-প্রতিষ্ঠান বরাবরে ছকে উল্লেখিত পরিমাণ নন-বাসমতি সিদ্ধ আতপ চাল শর্ত সাপেক্ষে আমদানির অনুমতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শর্তগুলো হলো-

* আগামী ২৫ জুলাইয়ের মধ্যে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এলসি খুলতে হবে এবং সংক্রান্ত তথ্য (বিল অব এন্ট্রিসহ) খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে -মেইলে ([email protected]) অবহিত করতে হবে।

* বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদের আগামী ১৭ আগস্টের মধ্যে সমুদয় চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে।

* আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে।

* বরাদ্দের অতিরিক্ত আইপি (ইম্পোর্ট পারমিট) ইস্যু-জারি করা যাবে না।

* আমদনিকৃত চাল সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করা যাবে না।

* আমদানিকৃত বস্তায় চাল বিক্রয় করতে হবে।

* নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এলসি খুলতে ব্যর্থ হলে এবরাদ্ধ আদেশ বাতিল বলে গণ্য হবে।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর নাম দেখতে এখানে ক্লিক করুন।

 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh