কুসিকের মেয়র হিসেবে শপথ নিলেন রিফাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০১:৪০ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২২, ০২:৩৩ পিএম

কুসিক মেয়র আরফানুল হক রিফাত। ছবি: সংগৃহীত

কুসিক মেয়র আরফানুল হক রিফাত। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন আরফানুল হক রিফাত। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাকে শপথ পাঠ করান। মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেয়রের পরপরই শপথ নেন কুমিল্লা সিটির নির্বাচনে বিজয়ী  ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ৯ জন মহিলা কাউন্সিলর। তাদের শপথ পড়ান মন্ত্রী তাজুল ইসলাম।

এর আগে, গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে দুইবারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আরফানুল হক রিফাত। নৌকা নিয়ে রিফাত পান ৫০ হাজার ৩১০ ভোট, ঘড়ি প্রতীকে সাক্কু ভোট পান ৪৯ হাজার ৯৬৭।

অবশ্য সাক্কু নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন। দেরিতে প্রকাশ করা চার কেন্দ্রের ফল চ্যালেঞ্জ করে তিনি নির্বাচনি ট্রাইবুনালে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার ২০ দিন পর মেয়র হিসেবে শপথ নিলেন রিফাত। এর আগে, গত ২১ জুন নির্বাচনের আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh