আইফেল টাওয়ারে মরিচা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ১১:২৯ পিএম

আইফেল টাওয়ার। ছবি- পেক্সেলস

আইফেল টাওয়ার। ছবি- পেক্সেলস

বিশ্বের অন্যতম দর্শনীয় স্থাপত্য নিদর্শনগুলোর একটি আইফেল টাওয়ার। সম্প্রতি এই টাওয়ারের কিছু অংশে মরিচা ধরেছে জানিয়ে বিশেষজ্ঞরা এটির দ্রুত সংস্কার প্রয়োজন বলে মত দিয়েছেন।

সম্প্রতি বিশেষজ্ঞদের গোপন এক প্রতিবেদনের বরাতে এমনটাই দাবি করেছে ফরাসি ম্যাগাজিন মারিয়ান। 

ম্যাগাজিনটির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থাপত্যটির সংস্কার করছে না। আপাতত ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিতব্য অলিম্পিককে সামনে রেখে প্রায় ৬ কোটি ইউরো খরচ করে স্থাপনাটি রঙ করার উদ্যোগ নিয়েছে।

ফরাসি স্থপতি গুস্তাভ আইফেলের নকশা অনুযায়ী ৩২৪ মিটার (১ হাজার ৬৩ ফুট) উঁচু লোহার তৈরি টাওয়ারটি ১৮৮৯ সালে উদ্বোধন করা হয়।

প্রতিবছর পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসেন প্রায় ৬০ লাখ মানুষ।

বিশেষজ্ঞদের গোপন এক প্রতিবেদনের বরাতে মারিয়ান বলছে, বিভিন্ন অংশে মরিচা ধরায় টাওয়ারটি খুবই নাজুক অবস্থায় আছে।

ম্যাগাজিনটিতে বলা হয়, গুস্তাভ এখন আইফেল টাওয়ারে ঘুরতে এলে তিনি হার্ট অ্যাটাক করবেন।

আইফেল টাওয়ারের রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান সোসাইতে দে এক্সপ্লোইসেসিও দে লা তুর ইফেল'র (এসইটিই) এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের প্রস্তুতি হিসেবে ৬ কোটি ইউরো খরচ করে টাওয়ারটিকে রঙ করা হচ্ছে। এর আগেও এটি ১৯ বার রঙ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh