বন্যায় আরো ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ০৫:৫৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশে বন্যায় গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে সারাদেশে ১১০ জনের মৃত্যু হলো।

বুধবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বন্যায় এখন পর্যন্ত ১৩ হাজার ৮৯২ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯৪ জন। মৃতদের মধ্যে ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে ২ জন। পানিতে ডুবে ৮৩ জন এবং বিভিন্ন কারণে ৯ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ৫৭ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৪০, রংপুর বিভাগে ১২ জন এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক মৃত্যুর শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। জেলাটিতে সোমাবর (৪ জুলাই) পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে ১৮ জন, হবিগঞ্জে পাঁচজন, মৌলভীবাজারে ৬ জন, নেত্রকোনায় ১৮ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রামে ৫ জন এবং লালমনিরহাটে ৭ জন এবং টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh