ঈদে নৌযানে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ০৭:১১ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২২, ০৭:৪২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র ঈদুল আযহার আগে ও পরে ৫দিন করে মোট ১০ দিন নৌযানে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান সংবাদমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহার আগে ৫ দিন এবং পরের ৫ দিন যাত্রীবাহী কোনো নৌযানে মোটরসাইকেল পরিবহন করা যাবে না।

জাহাঙ্গীর আলম বলেন, প্রতি বছরই ঈদের সময় বিআইডব্লিউটিএ এ সিদ্ধান্ত নিয়ে থাকে, তাই এবারো একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১০ জুলাই দেশে মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh