জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১০:১৩ এএম

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের গুলিবিদ্ধ হওয়ার পরের মুহূর্ত। ছবি: এএফপি

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের গুলিবিদ্ধ হওয়ার পরের মুহূর্ত। ছবি: এএফপি

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (৮ জুলাই) সকালে দেশটির নারা শহরে একটি নির্বাচনী অনুষ্ঠানে তার ওপর গুলি চালানো হয়। 

বুকে গুলিবিদ্ধ শিনজো অ্যাবের শারীরিক অবস্থা খুব একটা ভালো না। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ ব্রডকাস্টার এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বক্তৃতা যখন মাঝামাঝি পর্যায়ে তখন পেছন থেকে গুলিবিদ্ধ হন অ্যাবে। তার শরীর থেকে রক্তক্ষরণ হতে দেখা গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, হামলাকারীকে এরইমধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh