ট্রেনের শিডিউল বিপর্যয়ে ব্যাপক ভোগান্তি ঈদযাত্রীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১২:৫৫ পিএম | আপডেট: ০৮ জুলাই ২০২২, ০১:০৭ পিএম

রাজধানীর কমলাপুর স্টেশন থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর স্টেশন থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

ঈদযাত্রার চতুর্থদিনে এসে বেড়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়। আজ শুক্রবার (৮ জুলাই) সকাল পৌনে ৯টা পর্যন্ত তিনটি ট্রেন সঠিক সময়ে ছাড়তে পারেনি গন্তব্যের উদ্দেশে। কোনোটি ২ থেকে ৩ ঘণ্টা দেরি করছে। এর মধ্যে একটি ট্রেন এখনো ঢাকাতেই পৌঁছায়নি।

রাজধানীর কমলাপুর থেকে রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টায় মিনিটে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে সকাল ৮টা তেও প্লাটফর্মে এসে পৌঁছায়নি ট্রেনটি।

চিলাহাটির উদ্দেশে সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা ছিল নীলসাগর এক্সপ্রেসের। সেটিও প্লাটফর্মে আসেনি সকাল সাড়ে ৮টা পর্যন্ত।

একই অবস্থা খুলনার উদ্দেশে সকাল ৮টা ১৫ মিনিটের সুন্দরবন এক্সপ্রেসের। সকাল ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে কর্ণফুলী কমিউটার ছাড়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে তা প্লাটফর্মে দেখা যায়নি। ফলে অনেক যাত্রীই ভোগান্তিতে পড়েছেন।

এদিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা সকাল ৯টা ১০ মিনিটে। ট্রেনটি ৩০ মিনিট দেরি করে সকাল ৯টা ৪০ মিনিটে স্টেশন ছেড়েছে।

সকাল পৌনে ৯টায় চট্টগ্রামের উদ্দেশে কর্ণফুলী কমিউটার ছাড়ার কথা। ট্রেনটি ৩০ মিনিট দেরি করে সোয়া ৯টার দিকে স্টেশন ছেড়ে যায়।

যাত্রীদের অভিযোগ, এবার ঈদের আগে-পরে কোনো ট্রেনেরই শিডিউল ঠিক ছিল না।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh