পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ কিলোমিটার গাড়ির সারি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ০২:৩২ পিএম

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ কিলোমিটার গাড়ির সারি। ছবি: মুন্সিগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ কিলোমিটার গাড়ির সারি। ছবি: মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার কাছে প্রায় ৪ কিলোমিটার গাড়ির সারি তৈরি হয়েছে। শুক্রবার (৮ জুলাই) বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বাড়তে থাকে। ফলে সড়কে ধীরগতিতে চলছে যানবাহন।

জানা যায়, সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে একটু সময় লাগছে। এ কারণে সেতুর টোল প্লাজায় যানবাহনের সারি তৈরি হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। তবে অল্প সময়ের মধ্যে টোল দিয়ে যানবাহনগুলো সেতু পার হচ্ছে।

পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে শ্রীনগর উপজেলার কেয়টচিরা পর্যন্ত এ যানবাহনের ধীরগতি দেখা গেছে। ঢাকাসহ আশেপাশের জেলা থেকে আসা এসব যানবাহন পদ্মা সেতু পারের জন্য এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছে।

মাওয়া প্রান্তে টোল প্লাজায় দায়িত্বে থাকা পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, সেতু দিয়ে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। তবে অতিরিক্ত যানবাহনের চাপ ও সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে টোল প্লাজায় এসে যানবাহনকে কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শ্রীনগরেরদোগাছি সার্ভিস এরিয়া-১ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ধীরগতিতে যানবাহন পারাপার করছে।

সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতুর টোল প্লাজার কাছে গাড়ির জটলা রয়েছে। এক্সপ্রেসওয়েতে যানবাহন আটকে রাখা হচ্ছে। ধাপে ধাপে পদ্মা সেতুর টোল প্লাজার গাড়ির লাইন ছাড়ছে পুলিশ। আটকে থাকা গাড়ির মধ্যে বেশিরভাগ ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক।

এদিকে এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। মোটরসাইকেল আটকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন স্বাভাবিকভাবে পার হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh