বঙ্গবন্ধু সেতুতে ২০ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ০৩:০৬ পিএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপ ও সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) ভোর থেকে শুরু হওয়া এই যানজটের কারণে দুপুর পর্যন্ত মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় যানজটের কারণে ঘরমুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে দুই থেকে তিন গুণ বেশি সময় লাগছে। ট্রাক, পিকআপ গাড়িতে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। এতে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh