রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল হয়নি: রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ০৫:১১ পিএম

রংপুরএক্সপ্রেস ট্রেন। ছবি: সংগৃহীত

রংপুরএক্সপ্রেস ট্রেন। ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার (৯ জুলাই) রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

শুক্রবার (৮ জুলাই) সকালে রেলপথে এবারের ঈদযাত্রা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

‘নন মুসলিম কর্মচারী না থাকায় আগামীকাল শনিবার রংপুর–ঢাকা রুটে রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে’- রেলওয়ের এমন বিজ্ঞপ্তি প্রসঙ্গে মাসুদ সারওয়ার বলেন, রংপুর এক্সপ্রেসের কোনো ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি। এই ট্রেনের শনিবারের টিকিট বিক্রি করা হয়েছে। যাত্রা বাতিল করা হয়নি।

এর আগে, গত বুধবার রেলওয়ে কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় লালমনিরহাট বিভাগে কর্মরত কর্মচারীদের মধ্যে নন মুসলিম রানিং কর্মচারী না থাকায় আগামীকাল শনিবার ৯ জুলাই রংপুর–ঢাকা রুটে ও সোমবার ১১ জুলাই ঢাকা–রংপুর রুটে রংপুর এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh