অ্যাঙ্গোলার সাবেক প্রেসিডেন্ট এডুয়ার্ডো মারা গেছেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১০:৫০ পিএম

অ্যাঙ্গোলার সাবেক প্রেসিডেন্ট জোসে এডুয়ার্ডো দস সান্তোস। ছবি- সংগৃহীত

অ্যাঙ্গোলার সাবেক প্রেসিডেন্ট জোসে এডুয়ার্ডো দস সান্তোস। ছবি- সংগৃহীত

আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার সাবেক প্রেসিডেন্ট জোসে এডুয়ার্ডো দস সান্তোস মারা গেছেন।

আজ শুক্রবার (৮ জুলাই) দেশটির দীর্ঘমেয়াদী এই শাসক ৭৯ বছর বয়সে স্পেনের সময় বেলা ১১টা ১০ মিনিটে মারা গেছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে অ্যাঙ্গোলার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এডুয়ার্ডো। তিনি স্পেনের বার্সেলোনার টিকনন ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন।

এডুয়ার্ডো দীর্ঘ ৩০ বছর অ্যাঙ্গোলা ও আফ্রিকার রাজনীতিতে প্রভাবশালী ছিলেন। তার ৩৮ বছরের শাসনামলে অ্যাঙ্গোলা তেল উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত হয়ে ওঠে। জীবনের শেষ পর্যায়ে এসে তাকে নির্বাসনে চলে যেতে হয়েছিল। ২০১৭ সাল থেকে তিনি স্পেনের বার্সেলোনায় ছিলেন। 

এডুয়ার্ডোর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কখনোই সরকারি বিবৃতি প্রকাশিত হয়নি। তবে তিনি চিকিৎসার জন্য নিয়মিত বিদেশ যেতেন। ধারণা করা হয়, তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh