আফগান নারীদের ‘অদৃশ্য’ করে ফেলছে তালেবান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ০১:৫১ এএম

আফগান নারীরা রাজধানী কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন।ছবি- এএফপি

আফগান নারীরা রাজধানী কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন।ছবি- এএফপি

আফগান নারীদের সমাজ থেকে অদৃশ্য করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচআরসি।

গতকাল শুক্রবার (৮ জুলাই) এক প্রস্তাবে সংস্থাটি আফগান নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে৷

গত বছরের আগস্ট মাসে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান৷ এরপর থেকে সেখানকার নারীদের পোশাক, চলাফেরা ও শিক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা।

ইউএনএইচআরসির প্রস্তাবনার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে চেক রাষ্ট্রদূত ভাস্লাভ বালেক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘২০২১ সালে আগস্ট মাস থেকে আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, বিশেষ করে নারীদের জন্য। তালেবান এতটাই কড়াকড়ি আরোপ করেছে যে তারা আফগান সমাজ থেকে অদৃশ্য হয়ে গেছে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার সিদ্ধান্তের কারণে কোনো আইনি বাধ্যবাধকতায় পড়বে না তালেবান৷ তবে এর রাজনৈতিক প্রভাব আছে৷ এমনকি এই সিদ্ধান্ত আনুষ্ঠানিক তদন্তের সুযোগও তৈরি করতে পারে৷ অনেকগুলো দেশের সম্মতি থাকায় শুক্রবারের সিদ্ধান্তটি কোনো ভোট ছাড়াই পাস হয়েছে৷

তবে চীন এই সিদ্ধান্তকে ভারসাম্যপূর্ণ নয় বলে মন্তব্য করে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। 

এই সিদ্ধান্তের সমর্থনকারী, আফগানিস্তানের সাবেক দূত মহিবুল্লাহ তাইব বলেন, তালিবানের নিষেধাজ্ঞাগুলো নারীবিদ্বেষপ্রসূত৷

আগামী সেপ্টেম্বর-অক্টোবরের দিকে আফগান নারী অধিকারকর্মীদের নিয়ে এ বিষয়ে একটি আলোচনা হবে৷

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh