দুই দিন পর স্বস্তি ফিরেছে উত্তরের মহাসড়কে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ১১:৩৩ পিএম

যানজটহীন মহাসড়ক। ফাইল ছবি

যানজটহীন মহাসড়ক। ফাইল ছবি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোনো যানজট সেই। 

আজ শনিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু হতে এলেঙ্গা ও টাঙ্গাইল সদর এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। দুই দিন পর স্বস্তি ফিরেছে উত্তরের মহাসড়কে। আর স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।

জানা গেছে একসাথে কারখানা ছুটি হওয়ায় গত দুইদিন থেমে থেমে মহাসড়কে যানজট থাকলেও শনিবার সন্ধ্যা ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা। যানজট নেই; মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন।

আইন-শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করায় মানুষের ভোগান্তিটা অনেকটা কমেছে বলে জানিয়েছে যাত্রীরা।

বগুড়াগামী আশরাফুল জানান, সকালে ঢাকা থেকে রওনা ৯ ঘণ্টায় এলেঙ্গা এসে পৌঁছেছি এখন আর রাস্তায় কোনো যানজট নেই।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, গত দুই দিনের যে যানবাহনের জটলা ছিল শনিবার সন্ধ্যায় তা আর নেই। মহাসড়ক ফাঁকা হাইওয়ে পুলিশ সর্বত্র চেষ্টার কারণে এই সফলতা এসেছে। মানুষ যাতে আনন্দে ঈদ করতে পারে এটাই আমাদের প্রত্যাশা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh