দুই টাকায় ছাগলের চামড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২২, ০১:৩৩ পিএম

ট্রাক থেকে চামড়া নামাচ্ছেন শ্রমিকেরা। পুরান ঢাকার পোস্তা এলাকা থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

ট্রাক থেকে চামড়া নামাচ্ছেন শ্রমিকেরা। পুরান ঢাকার পোস্তা এলাকা থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

কোরবানির চামড়া ক্রয়–বিক্রয়ের সবচেয়ে বড় জায়গা রাজধানীর পুরান ঢাকার পোস্তা এলাকা। ঈদের দ্বিতীয় দিনে এখানে কোরবানির পশুর চামড়ার বেচাকেনা চললে আগের সেই জৌলুসের উপস্থিতি নেই। অন্যান্য বছর এমন সময়ে চামড়ার গাড়ির কারণে এই এলাকায় যানজট লেগে থাকতো। এবছর যানজট তো নেই উল্টে রাস্তার ওপর চামড়ার উপস্থিতিও অনেক কম।

মৌসুমী ব্যবসায়ী ও আড়তদাররা জানালেন, সর্বনিম্ন আড়াইশো থেকে তিনশ’ টাকা এবং সর্বোচ্চ ১১শ’ থেকে ১৩শ’ টাকা পর্যন্ত উঠেছে চামড়ার দাম। তবে, ধস নেমেছে ছাগলের চামড়ার দরে। মাত্র দুই থেকে সাত টাকা দামে বিক্রি হচ্ছে এটি। কেউ কেউ তাই চামড়া ফেলেই চলে যাচ্ছেন।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সভাপতি আফতাব খান বলেন, দাম বেশি হওয়ায় এবার পশু কোরবানি অন্য বছরগুলোর তুলনায় কম হয়েছে। এবার লবণের দাম বেশি, মজুরি বেশি, চামড়া বহন করা ট্রাকের ভাড়াও বেশি। এর প্রভাব পড়েছে চামড়ার বাজারে। তারপরও বিশ্ব বাজারে চাহিদা থাকায় আশা করছি খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh