শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে সিরাজুল আলম খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০২:২৩ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২২, ১১:৪৭ পিএম

সিরাজুল আলম খান। ছবি- সংগৃহীত

সিরাজুল আলম খান। ছবি- সংগৃহীত

শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ‘নিউক্লিয়াস-বিএলএফ’র প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের অন্যতম প্রধান সংগঠক সিরাজুল আলম খান।

গত শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যায় শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এবিএম হারুন-এর তত্ত্বাবধানে ভর্তি করা হয়। অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় রাত ১২টায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

গতকাল মঙ্গলবার (১২ জুলাই) ডা. এবিএম হারুন বলেন, উনি ক্রিটিক্যাল নিউমোনিয়া থেকে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে গত চারদিন আগে রাত ১২টার দিকে হাসপাতালে ভর্তি হন। অক্সিজেন সেচুরেশন কম থাকায় আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসায় কিছুটা উন্নতি হওয়ায় অক্সিজেন লেভেল বেড়েছে। ওনার থাইরয়েড সমস্যা, ওপেন হার্ট সার্জারি, নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশ কিছু জটিলতা রয়েছে।

সিরাজুল আলম খান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালেই রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh