পূবাইলে ঝুটের গোডাউনে আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৯:০১ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২২, ১১:৪৫ এএম

গাজীপুর মহানগরীর পূবাইলের মাঝুখান এলাকায় আগুন লাগা ঝুটের গোডাউন থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইলের মাঝুখান এলাকায় আগুন লাগা ঝুটের গোডাউন থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইলের মাঝুখান এলাকায় একটি ঝুটের গোডাউনে বুধবার সকাল ৬টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুন ছড়িয়ে পড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। তাৎক্ষণিক টঙ্গী থেকে তিনটি ও গাজীপুর সদর থেকে একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh