রাজধানীর বনানীতে বাস উল্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ১০:৪৪ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২২, ১০:৪৫ এএম

দুর্ঘটনাস্থল থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

দুর্ঘটনাস্থল থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে যাত্রীবাহী বাস উল্টে রঞ্জু শেখ নামের এক পথচারী নিহত হয়েছেন।

আজ বুধবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

বাসটি খুবই বেপরোয়া গতিতে চলছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, নিহত রঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

তিনি আরো বলেন, নিহত রঞ্জু শেখ একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালককে এখনো গ্রেপ্তার করা যায়নি। সে এখনো পলাতক রয়েছেন। 

গুলশান ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh