ইমাম সিজদায় থাকলে নামাজে শরিক হবেন কীভাবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ১২:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কোনো কোনো মুসল্লিকে দেখা যায়- তারা জামাতে শরিক হওয়ার সময় যদি ইমাম সাহেবকে সিজদা অবস্থায় পায়, তখন তারা নিজে নিজে রুকু করে ইমামের সাথে সিজদায় গিয়ে শরিক হয়।

অনেকের মনে  প্রশ্ন থাকে তাদের এই পদ্ধতি ঠিক কিনা, এতে কি কোনো সমস্যা আছে কিনা, আবার তারা দাঁড়ানো থেকে সরাসরি সিজদায় চলে যাবে কিনা। 

এই প্রশ্নের উত্তর হলো- নামাজের জামাতে শরিক হওয়ার পর ইমামের অনুসরণ করা ওয়াজিব। তাই ইমামকে সিজদায় পেলে- তাকবিরে তাহরিমার পর সরাসরি সিজদায় চলে যাবেন, এক্ষেত্রে একাকী রুকু করবে না। একাকী রুকু করার পর এই রাকাতকে গণ্য করলে তার নামাজই হবে না। তাই নিজে নিজে রুকু করবেন না; বরং তাকবিরের পর ইমামকে যে অবস্থায় পাবেন- ইমামের সাথে শরিক হয়ে যাবেন।

হাদিস শরিফে এসেছে, মুআয ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- ‘তোমাদের কেউ যখন নামাজে আসে, তখন ইমামকে যে অবস্থায় পায় সে যেন তাই করে।’ (জামে তিরমিজি, হাদিস : ৫৯১)

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh