শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৩:০৫ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২২, ০৩:০৮ পিএম

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের ওপর টিয়ার শেল ও জল কামান নিক্ষেপ করছে পুলিশ। ছবি: বিবিসি

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের ওপর টিয়ার শেল ও জল কামান নিক্ষেপ করছে পুলিশ। ছবি: বিবিসি

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। একইসাথে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ ঘোষণা করেন তিনি। 

আজ বুধবার (১৩ জুলাই) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণ ফের বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোর রাস্তায় রাস্তায় দাবি আদায়ে নেমে পড়েছেন।

প্রেসিডেন্টের পদ থেকে গোতাবায়া ও প্রধানমন্ত্রীর পদ থেকে রনিলের পদত্যাগের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। তারা রনিলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়াকেও মেনে নেননি।

এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাড়ির সামনেও অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাদের দমনের উদ্দেশ্যে টিয়ার শেল ও জল কামান ছুঁড়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, অর্থনৈতিক সংকটের জেরে ব্যাপক বিক্ষোভের মুখে আজ বুধবার স্থানীয় সময় রাতে সামরিক বিমানে করে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

গোতাবায়ার দেশত্যাগের মধ্য দিয়ে কয়েক দশক ধরে শ্রীলঙ্কা শাসন করা রাজাপাকসে পরিবারের পতন ঘটলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh