শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশনের সম্প্রচার স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৩:১৬ পিএম

শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন রুপাভিহিনির সম্প্রচার স্থগিত করা হয়েছে। ছবি: বিবিসি

শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন রুপাভিহিনির সম্প্রচার স্থগিত করা হয়েছে। ছবি: বিবিসি

শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন রুপাভিহিনির সম্প্রচার স্থগিত করা হয়েছে। বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় টেলিভিশন কার্যালয়ে ভিড় জমালে প্রকৌশলীরা সম্প্রচার বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট  কর্মকর্তারা।

আজ বুধবার (১৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন শ্রীলঙ্কার চলমান অস্থিরতা নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য দিয়েছে।

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার পর বিক্ষোভকারীরা আরো বেশি ফুঁসে উঠেছেন। 

বিক্ষোভকারীরা জানান, প্রেসিডেন্টের পদ থেকে গোতাবায়া রাজাপাকসে এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদ থেকে রনিল বিক্রমাসিংহে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলে তারা ফের দেশের পার্লামেন্ট অথবা সরকারি কোনো ভবন দখল করবেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh