রাশিয়ায় শত শত ড্রোন পাঠাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৩:৪২ পিএম

ছবিতে ইরানের যুদ্ধবিমান। ছবি: রেডিও তেহরান

ছবিতে ইরানের যুদ্ধবিমান। ছবি: রেডিও তেহরান

ইরান রাশিয়ায় শত শত ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে কিছু ড্রোন রয়েছে অস্ত্রসজ্জিত। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার জেইক সুলিভান গত সোমবার (১১ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেছেন।

তিনি বলেন, ইউক্রেনে রাশিয়া যে ক্ষতির মুখে পড়েছে তা পূরণের জন্য ইরান এই পাইলট বিহীন যুদ্ধবিমান রাশিয়াতে পাঠাচ্ছে। 

তিনি আরো বলেন, দ্রুত গতিতে স্বল্প সময়ের মধ্যে এসব ড্রোন পাঠানো হবে এবং ধারণা করা হচ্ছে, এরইমধ্যে কিছু কিছু ড্রোন রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। 

ইরানের ড্রোন কিভাবে পরিচালনা করতে হবে সে ব্যাপারে রাশিয়ার অপারেটররা চলতি মাসেই প্রশিক্ষণ গ্রহণ করবেন বলে জানান সুলিভান।

মার্কিন কর্মকর্তারা এই তথ্যকে সঠিক ও গুরুত্বপূর্ণ সংবাদ বলে আখ্যা দিলেও এ ব্যাপারে কোনো প্রমাণ তারা উপস্থাপন করতে পারেননি। এছাড়া, আমেরিকা কিভাবে এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh